অভিশংসন ভোট থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

  07-12-2024 11:42PM

পিএনএস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পার্লামেন্টে অভিশংসন ভোট থেকে বেঁচে গেছেন। শনিবার পার্লামেন্টে বিরোধী দল এই অভিশংসন প্রস্তাব এনেছিল।

গত সপ্তাহে রাজনৈতিক বিশঙ্খলার অভিযোগ এনে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন। তবে বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে ২৪ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ক্ষমা চান প্রেসিডেন্ট। শনিবার ইউনের অভিশংসনের জন্য পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করেছিল বিরোধী দল।

পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১৯৫টি। তবে ইউনকে অভিশংসিত করতে ২০০ ভোটের প্রয়োজন ছিল। ভোটের আগেই পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান ইউনের দলের আইনপ্রণেতারা। প্রয়োজনীয় সংখ্যক ভোটের অভাবে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

স্পিকার উ ওন-শিক বলেছেন, “আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখানে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা পুরো জাতি দেখছে, বিশ্ব দেখছে। এটা দুর্ভাগ্যজনক যে পর্যাপ্ত সংখ্যক আইনপ্রণেতারা ভোটের জন্য অংশগ্রহণ করেননি।”

প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টি অবশ্য আবারও প্রস্তাব আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইউনের দল জানিয়েছে, তারা সংকট সমাধানের জন্য ‘আরো সুশৃঙ্খল, দায়িত্বশীল’ উপায় খুঁজে বের করবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন