চীন-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা

  11-01-2025 09:32PM

পিএনএস ডেস্ক: চীন পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। পারস্পারিক সম্পর্ক আরও উন্নত করতে একমত হয়েছে দু’দেশ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ২.০ এর মাধ্যমে এ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

বেইজিংয়ে পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শের (বিপিসি) চতুর্থ রাউন্ডের সময় দুই দেশের নেতাদের মধ্যে এ ঐকমত্য হয়েছে। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং চীনের পক্ষে নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং।

উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছে এবং উচ্চ পর্যায়ের বিনিময় ও সংলাপ ব্যবস্থার মাধ্যমে তাদের পারস্পরিক সমন্বয় ও পরামর্শ আরও বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে।

বালুচ পাকিস্তান-চীন সম্পর্ককে ‘বিশেষ ও অনন্য’ হিসেবে বর্ণনা করে উল্লেখ করেছিলেন যে পাকিস্তানের সরকার ও জনগণ দু’দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে লালন করে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন