পিএনএস ডেস্ক: ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে ১৮ কিলোমিটার (১১ মাইল) পর্যন্ত প্রবেশ করেছে এবং দামেস্কের কাছাকাছি তাদের সেনারা অবস্থান নিয়েছে। অলজাজিরার তথ্যমতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার একাধিক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে ইসরায়েল সেনাবাহিনী নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে। সিরিয়ার ভেতরে প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের সেনারা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের বিভিন্ন কৌশলগত এলাকায় অগ্রসর হয়েছে এবং দামেস্কের কাছাকাছি পৌঁছেছে। আলজাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানায়, ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড়সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের এই পদক্ষেপ সাময়িক এবং এর উদ্দেশ্য হলো অধিকৃত গোলান মালভূমির পাশের এলাকাগুলোকে নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা। তবে, সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে যে, ইসরায়েলি সেনারা কাতানা শহরে পৌঁছেছে, যা দামেস্ক বিমানবন্দর থেকে বেশ কাছাকাছি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের সেনারা ডিমিলিটারাইজড জোনের (ডিএসজেড) বাইরে যায়নি। তবে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে যে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্কসহ দেশটির বিভিন্ন জায়গায় অন্তত একশটি হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তবে, তিনি সতর্ক করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠা না হলে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষার্থে যা করার তা করবে।
পিএনএস/রাশেদুল আলম
সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
11-12-2024 02:11AM