গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত ৪৫

  27-12-2024 09:23AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছাকাছি ইসরায়েলের বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে এই হামলা চালায় ইসরায়েল।

হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, যে ভবনটিতে ইসরায়েল হামলা চালিয়েছে, সেটিতে হামলার শিকার মেডিকেল স্টাফরা তাদের পরিবার নিয়ে বাস করতেন। নিহতদের মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, দুজন অ্যাম্বুলেন্স কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের একজন সদস্য রয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।

এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অন্যদিকে, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত হয়েছে দখলদার দেশ ইসরায়েল। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন