ভারতে দেশ বাঁচাও আন্দোলনে মোদি হটাও স্লোগান

  27-12-2024 10:40AM

পিএনএস ডেস্ক: ভারতে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে 'দেশ বাঁচাও' আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। মোদি প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বানিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে, বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে।

বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলার রেমিট্যান্স অর্জন করে। যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে।

বাংলাদেশের বিভিন্ন স্থানে 'ভারত হটাও' এবং 'ভারতীয় পণ্য বর্জন' আন্দোলন এখন তুঙ্গে। দেশপ্রেমিক বাংলাদেশিরা ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। কৃষকসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।

ভারতের প্রাক্তন মন্ত্রী পুর্নেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচে, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে।" আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদি হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য।

মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা রয়েছে "মোদি হটাও, দেশ বাঁচাও।" এই পরিস্থিতিতে মোদি প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন