নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন

  06-01-2025 03:44PM

পিএনএস ডেস্ক: ছাত্র আন্দোলনে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে, আসামি মামুনকে আদালতে আদালতে উপস্থিত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া। আদালত তার আবেদনের মঞ্জুর করেন।

ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হোন সাব্বির। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সাব্বিরের বাবা উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিহত সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন