স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে ফিলিস্তিন

  19-01-2025 07:21PM

পিএনএস ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরাইলের দর্প চূর্ণ করেছে। পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিন পৌঁছে গেছে স্বাধীনতা অর্জনের কাছাকাছি।

শনিবার ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেলআবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল। তবে স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে।

‘দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে হামাস বলেছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে।

ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, গাজায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়াও সম্ভব নয়।

গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল।

সে অনুযায়ী, রোববার বেলা ১১টা থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে। একইভাবে ইসরাইলের কারাগারে বন্দি ১,৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বন্দি বিনিময় চুক্তির অংশ হিসাবে হামাস প্রথম দিনে তিনজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারীদের কাছে মুক্তি পেতে যাওয়া এই তিন বন্দির নামের তালিকাও হস্তান্তর করেছে সংগঠনটি।

এদিকে, এই তিন বন্দিকে স্থানীয় সময় বিকাল ৪টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এছাড়া আরও চারজন জীবিত নারী জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পৃথক আরেক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতি দফায় ইসরাইল কতো সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তার ওপর ভিত্তি করে ইসরাইলি জিম্মিদের মুক্ত করা হবে। সূত্র: ইরনা

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন