পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানটি হবে। ইতিমধ্যে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। অন্যান্য সময় ক্যাপিটল হিলের বাইরে শপথ গ্রহণ হলেও; তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে এবারের অনুষ্ঠানিটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
এরআগে যুক্তরাষ্ট্রের বিদায়ী জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান। শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ওই সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন। বাইডেন ট্রাম্পকে বলেন, ‘বাড়িতে আপনাকে স্বাগতম’। দরজায় অল্প কথা বলে তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন। কিছুক্ষণ কথা বলে তারা ক্যাাপিটল হিলের দিকে রওনা দেন।
পিএনএস/ এএ
শপথ নিতে ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প
20-01-2025 10:24PM