সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আটক

  19-10-2024 02:44AM

পিএনএস ডেস্ক: সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন, কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কাফরুল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। সে মামলায় তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

কামাল আহমেদের পৈতৃক বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে।

পেশায় ব্যবসায়ী কামাল আহমেদ মজুমদার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোহনা টিভির চেয়ারম্যান। তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন