পিএনএস ডেস্ক: ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ সহযোগী রিপন আহম্মেদ রিংকুকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বিকেলে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসী।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আন্দোলন দমন ও হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
এসএস
সাবেক এমপি নিখিলের সহযোগী যুবলীগকর্মী রিংকু গ্রেপ্তার
11-02-2025 05:52PM
![](/static/image/upload/news/2025/02/11/e981fb19a12ac794921b3d62f2f27a16_%E0%A7%A7%E0%A7%A6.jpg?w=550&h=350)