পিএনএস ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় দেশটির সামরিক বাহিনীর অন্তত দুই সৈন্য নিহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ওই দুই সৈন্য নিহত হয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক্সে দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বিস্ফোরণে দুই সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ‘‘সাহসী দুই সেনার সর্বোচ্চ আত্মত্যাগে স্যালুট ও শ্রদ্ধা জানায় হোয়াইট নাইট কর্পস।’’
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের সীমান্ত বিভাজনকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) টহল দেওয়ার সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলার ঘটনা ঘটেছে।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, আমাদের সৈন্যরা ওই এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং তল্লাশি অভিযান চলছে।
এর আগে, সোমবার জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলা লাগোয়া লাইন অব কন্ট্রোলে বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হন। রাজৌরির নওশেরা সেক্টরের কালাল এলাকায় তল্লাশি চৌকির কাছে গুলিবিদ্ধ হন তিনি।
পরে তাকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে সামরিক হাসপাতালে নেওয়া হয় বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ রেখার পাশ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
সূত্র: এনডিটিভি।
পিএনএস/এএ
কাশ্মিরে বোমা বিস্ফোরণে ভারতের ২ সেনা নিহত
11-02-2025 11:18PM