পিএনএস ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ (মঙ্গলবার) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন দেন।
১০ সদস্যবিশিষ্ট এ সেলের সম্পাদক করা হয়েছে শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনকে।
তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন কুররাতুল আইন কানিজ, মো. জহির রায়হান, মো. রিফাত হোসেন বাঁধন, ওমর ফারুক শ্রাবণ, জিমরান মো. সায়েক, আবু হুরায়রা সিয়াম, সাজ্জাদ হোসেন শাওন, আরফি আজরিন ও মেহেদী হাসান।
এসএস
বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
11-02-2025 08:49PM
![](/static/image/upload/news/2025/02/11/a2282d6eaba8d398a219712ac68ac8fc_19.jpg?w=550&h=350)