সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা, পুলিশের বাধা

  25-02-2025 04:36PM

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে প্রেস ক্লাব থেকে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং একজন শিক্ষককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের তোপের মুখে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।

গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) আবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন