কালীগঞ্জে ১২ বিঘা পানের বরজ পুড়ে ছাই

  25-02-2025 07:08PM

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় ১২ বিঘা জমির পানের বরজ আগুনে ভস্মীভূত হয়েছে। এতে ৭ জন পানচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই পানের বরজে হঠাৎ করেই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন- উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজীর ছেলে আমজাদ আলী, তার ছেলে গাফফার আলী ও হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল, হারুন গাজীর ছেলে আনসার গাজী ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।

স্থানীয়রা জানান, কোথা থেকে কিভাবে আগুন লাগলো এ বিষয়ে কিছু জানি না। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৭ জন চাষির প্রায় ১২ বিঘার মতো জমির পানের বরজ পুড়ে গেছে। ৭ জন চাষির প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ আলী বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কিভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোনো কিছুই অবশিষ্ট নেই, সব পান ছিল। সব বরজ নতুন করে তৈরি করতে হবে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন