পিএনএস ডেস্ক: প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী। এতে স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে যোগ দেন।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ায় ‘মোহাম্মদপুরবাসী’ ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (২০০৫) কঠোর বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সর্বজনীন ধূমপান নিষিদ্ধ করা হোক। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে আরও কঠোর নজরদারি করা হোক।
তারা দাবি করেন, লালমাটিয়া এলাকায় মাদকের অবাধ বিস্তার ঘটছে। বিশেষ করে, বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, যা শিশু-কিশোরদের বিপথগামী করছে। কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এসব কারণে আমাদের সমাজে আরও বেশি নৈরাজ্য ছড়িয়ে পড়ছে।
মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধূমপানের কারণে নানা ধরনের শারীরিক ক্ষতি হচ্ছে। বিশেষ করে, প্রকাশ্যে ধূমপানের ফলে শিশু ও সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই- সারাদেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হোক এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
মিছিলে অংশ নেওয়া আমেনা ইসলাম নামের এক নারী বলেন, আমাদের মা-বোনেরা কখনোই যেখানে-সেখানে বসে সিগারেট খেতে পারেন না। এটা আমাদের সংস্কৃতি না। এটা আমাদের দেশের মেয়েদের কাজও না। এটা যেমন আমাদের ধর্ম নিষেধ করেছে, আমাদের সমাজেও এটা বেমানান।
মিছিলে অংশ নেওয়া সুমাইয়া ঐশী নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। ধূমপান ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পিএনএস/এএ
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের বিক্ষোভ
06-03-2025 01:59AM
