রাজধানীর গাবতলী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  06-03-2025 04:20AM

পিএনএস ডেস্ক: রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত আব্দুল্লাহ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, আগুনে এরই মধ্যে বস্তির একাধিক ঘর পুড়ে গেছে।

বস্তিটির পাশে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস। আগুন ছড়িয়ে পড়লে ক্যাম্পাসটিতে আগুন লাগার আশংকা করছেন স্থানীয়রা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন