ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ: দগ্ধ ফারুকের মৃত্যু

  05-03-2025 09:38PM

পিএনএস ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণের দগ্ধ ফারুক হোসেন (৩০) মারা গেছেন। তিনি বিয়াম ফাউন্ডেশনের গাড়িচালক ছিলেন।

বুধবার (৫ মার্চ) বিকাল সোয়া পাঁচটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হাতিরঝিলের বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে ফারুক হোসেন নামে একজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক হোসেন। তার শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের ভাই তোফায়েল জানান, আমার ভাই গত ২৭ ফেব্রুয়ারি বিয়াম ফাউন্ডেশনে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণে আমার ভাই ফারুক হোসেন দগ্ধ হন এবং মো. আব্দুল মালেক নামে একজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার ভাই বিয়াম ফাউন্ডেশনের একজন গাড়িচালক ছিলেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার মাঝেরচর গ্রামে। আমার বাবার নাম মফিজ মিয়া।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানার ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে মো. আব্দুল মালেক ও ফারুক হোসেন দগ্ধ হন। পরে আব্দুল মালেককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা নিতে ঘোষণা করেন এবং ফারুক হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। নিহত আব্দুল মালেকের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। তিনি ওই এলাকার আলী হোসেন খানের ছেলে ছিলেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন