পিএনএস ডেস্ক: বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের (জিটিআই) সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ‘নিম্ন’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ২০১২ সাল থেকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূল প্রবণতা ও ধরনগুলোর বিশদ বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।
ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত ১২তম বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার গড় পরিস্থিতির তুলনায় কম ছিল।
২০২৫ সালের জিটিআইয়ের সূচকে বাংলাদেশ ৩.০৩ স্কোর পেয়েছে।
শূন্য স্কোর মানে কোনো প্রভাব নেই, আর ১০ স্কোর বোঝায় সর্বোচ্চ প্রভাব। এই স্কোরের ভিত্তিতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় উন্নতি; ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৩২তম স্থানে।
জিটিআই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রবণতা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। স্কোর নির্ধারণে হামলার সংখ্যা, প্রাণহানি, আহতের সংখ্যা ও জিম্মিদের পরিস্থিতির মতো নানা উপাদান বিবেচনা করা হয়।
পাশাপাশি সংঘাত ও আর্থ-সামাজিক তথ্য বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।
২০২৪ সালে বিশ্বে সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৬-তে পৌঁছেছে, যা প্রায় এক দশকের উন্নতির বিপরীত চিত্র তুলে ধরেছে। ৪৫টি দেশের পরিস্থিতির অবনতি হয়েছে, অন্যদিকে ৩৪টি দেশে উন্নতি হয়েছে। ২০২৪ সালে চারটি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।
২০২৪ সালেও বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ হিসেবে রয়ে গেছে। যদিও সেখানে হামলা ও প্রাণহানির হার যথাক্রমে ৫৭ শতাংশ ও ২১ শতাংশ কমেছে, তবু বিশ্বব্যাপী সন্ত্রাসবাদজনিত মোট মৃত্যুর এক-পঞ্চমাংশ এই দেশেই ঘটেছে। এর পরেই রয়েছে পাকিস্তান ও সিরিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দক্ষিণ এশিয়া গড় জিটিআই স্কোরের দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার অঞ্চল ছিল এবং গত এক দশক ধরেই এই অবস্থান বজায় রেখেছে।
এতে আরও বলা হয়, যদিও ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তবে এক দশক আগের তুলনায় দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে।
বিশেষ করে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় সন্ত্রাসী কার্যক্রম কমে যাওয়ায় সামগ্রিকভাবে এ অঞ্চলের পরিস্থিতি ভালো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের সবচেয়ে খারাপ জিটিআই স্কোরের তালিকায় শীর্ষ দশে দক্ষিণ এশিয়ার দুটি দেশ রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান।
এ অঞ্চলে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ পাকিস্তান, যার স্কোর ৮.৩৭৪। এটি ২০২৫ সালের জিটিআই সূচকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আফগানিস্তান ৭.২৬২ স্কোর নিয়ে নবম স্থানে, আর ভারত ৬.৪১১ স্কোর নিয়ে ১৪তম স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার সাতটি মূল্যায়নকৃত দেশের মধ্যে একমাত্র ভুটান ও শ্রীলংকার জিটিআই স্কোর শূন্য, অর্থাৎ গত পাঁচ বছরে সেখানে কোনো সন্ত্রাসী হামলা হয়নি।
এ অঞ্চলে সন্ত্রাসবাদের সবচেয়ে কম প্রভাবিত দেশগুলোর মধ্যে নেপাল তৃতীয় স্থানে রয়েছে, যার স্কোর ১.১১৩ এবং বিশ্বে অবস্থান ৬৮তম। নেপালের পরেই রয়েছে বাংলাদেশ।
পিএনএস/এএ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ
05-03-2025 11:22PM
