নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ভিক্টর ক্লাসিক, আহত ২

  17-03-2025 12:43AM

পিএনএস ডেস্ক: রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক রিকশাচালক রয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামছিল। এসময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান।

সোলেমান নামের এক অটোরিকশাচালক বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে এত বেপরোয়া গতিতে গাড়িটি নামছিল যে তখন আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি রিকশাসহ দুই-একটি যানবাহনে গাড়িটির ধাক্কা লাগে। এ ঘটনায় দুইজন আহত হন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিরুল আমীন জানান, গুলিস্তানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়েছে। বাসটি একটি রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন