কুমিল্লায় সীমান্তে বিজিবির হাতে ২ ভারতীয় নাগরিক আটক

  16-03-2025 11:57PM

পিএনএস ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরীককে আটক করেছে বিজিবি।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় কৈখলা নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে ৬০ বিজিবির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে ২ ভারতীয় নগরিক আটক করা হয়।

আটককৃতরা হলেন- সঞ্জিত দেব বর্মা (৩০), বিমল দেব বর্মা (২৩) উভয়ের ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা। আটককৃতরা জানান, তারা পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।

এ বিষয়ে অবৈধভাবে পাসপোর্টবিহীন বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন