বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় পাকিস্তানের ৫ সৈন্য নিহত

  16-03-2025 07:43PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। বেলুচিস্তানের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রোববার ওই হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

কয়েক দিন আগে বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাইয়ের পর যাত্রীদের ৩৬ ঘণ্টা ধরে জিম্মি করে রাখার সঙ্গে জড়িত একই গোষ্ঠীটি আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে ওই হামলা চালিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের নোশখি জেলায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি গোষ্ঠী।

নোশখি জেলার একটি মহাসড়কে আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। এতে পাঁচ সৈন্য নিহত হয়েছেন। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, হামলায় আধা-সামরিক বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন।

এক বিবৃতিতে বেলুচিস্তানের সামরিক বাহিনীর ওপর এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া বেলুচিস্তানে নিরাপত্তা সংকট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে রোববারের হামলার ওই ঘটনা ঘটেছে।

এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত পার্বত্য এলাকায় রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় সাড়ে ৩০০ যাত্রীকে বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনের দখল নেন বেলুচ লিবারেশন আর্মির যোদ্ধারা। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের ৩৪৬ আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, জিম্মি ট্রেনের যাত্রীদের উদ্ধার অভিযানে পাকিস্তানের ৩১ সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন বিচ্ছিন্নতাবাদীও নিহত হন।

বেলুচিস্তানের উত্তরে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে প্রদেশটির। প্রদেশজুড়ে পুলিশের ওপর একাধিক হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তবে মুখ্যমন্ত্রী আলী আমিন হামলার সঠিক পরিসংখ্যানের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। সূত্র: রয়টার্স।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন