মতপার্থক্য নিয়েই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: জোনায়েদ সাকি

  27-12-2024 03:30PM

পিএনএস ডেস্ক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ছাত্র-তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে। তাই মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি একথা বলেন।

৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, তবে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে এবার। সবক্ষেত্রেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে জানিয়ে সাকি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে কমিশন প্রয়োজন। এই কমিশনে সরকারি, বিরোধী দল, সবাই থাকবে।

একই অনুষ্ঠানে বক্তব্য দেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজসহ অনেকে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন