‘সরকার জন-আকাঙ্ক্ষার বাইরের এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে না’

  28-12-2024 08:58PM

পিএনএস ডেস্ক: জন-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এসময় তিনি বলেন, ভরা মৌসুমে এখনো চাল, ডাল, আলু, চিনি ও মুরগীর দাম কমেনি।

শনিবার বিকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় বিএনপির এই নেতা আনুপাতিক নির্বাচন ব্যবস্থার বিরোধিতা করে বলেন, দু-একটি দল নিজেদের লাভ দেখে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলছে। এটা হলে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও আনুপাতি নির্বাচন ব্যবস্থা বাতিল করা হচ্ছে। যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটিকে কৌশল হিসাবে গ্রহণ করছে। এই পদ্ধতি দেশের মানুষ মেনে নেবে না, মানুষ তা ধ্বংস করে দিবে।

বিগত আওয়ামী লীগ সরকারকে গুম-খুনের সরকার উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর ছিল ভারত। শেখ হাসিনার সব গুম-খুন ও দুস্কর্মকে তারা সমর্থন দিয়েছে। সুখরঞ্জন বালি তার বড় প্রমাণ। সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতের কারাগারে তাকে বন্দি রাখা হয়। ভারত ছাড়া আর কোনো দেশ শেখ হাসিনা সরকারকে সমর্থন দেয়নি বলেও জানান তিনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন