শ্রীলঙ্কার কাছে হেরেও কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

  01-11-2024 07:20PM

পিএনএস ডেস্ক: হংকং ক্রিকেট সিক্সেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় শতরানও পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে লঙ্কানদের বিপক্ষে হারলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে টাইগারদের।

শুক্রবার (১ নভেম্বর) মংককে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ইয়াসির আলী।

এদিন প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন লিহুরু মাদুশঙ্ক। বাংলাদেশের হয়ে জিসান আলম একাই নেন ২ উইকেট।

জবাবে ইনিংসের চতুর্থ বল ও দলীয় ৭ রানেই ইয়াসিরকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার জিসান ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ১৭ বলে ৫ ছক্কা ও এক চারে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে শেষ পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে করে ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।

তবে লঙ্কানদের কাছে হারলেও ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার এইটে সাইফউদ্দিনদের প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন