বিগ ব্যাশ খেলার ছাড়পত্র পেলেন রিশাদ

  25-11-2024 12:40PM

পিএনএস ডেস্ক: আইপিএলের মেগা নিলামের প্রথমদিনে নাম তোলা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তাই দ্বিতীয় দিনে দল পাওয়ার অপেক্ষায় এখন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাদের একজন লেগ স্পিনার রিশাদ হোসেন। নিলামে দল পেয়ে আইপিএলের খেলার স্বপ্ন দেখছেন বিশ্বকাপে আলোচনায় আসা এই স্পিনার।

তবে আইপিএলে দল পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থাতেই সুখবর পেয়েছেন রিশাদ। আগেই বিগ ব্যাশে দল পাওয়া রিশাদ এবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অনুমতি পেয়েছেন।

আসন্ন বিগ ব্যাশ লিগ সামনে রেখে গত সেপ্টেম্বরে হওয়া নিলামে রিশাদকে দলে ভেড়ায় হোবার্ট হ্যারিকেন্স। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান তিনি। তবে সুযোগ পেলেও শেষ পর্যন্ত রিশাদের খেলা নিয়ে ছিল শঙ্কা। কেননা, কাছাকাছি সময়ে বিপিএল হওয়ায় শেষ পর্যন্ত রিশাদ সুযোগ পাবেন কিনা তা নিয়ে ছিল প্রশ্ন।

তবে সেই সুযোগ রিশাদকে দিচ্ছে বিসিবি ও তার দল ফরচুন বরিশাল। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ। এরপর দেশে ফিরে ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

অবশ্য বিগ ব্যাশে এই সময়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পাবেন রিশাদ। রিশাদের দলের সেই ম্যাচগুলো হবে ২১ ও ২৭ ডিসেম্বর।

চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া থেকে ভেসে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর এসেছিল। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি।

বিগ ব্যাশে রিশাদ তার দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন অজিদের হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিডকে। এছাড়াও আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস এবং বেন ম্যাকডারমট। কোচ হিসেবে রিশাদ পাবেন জেফ ভনকে। এছাড়াও দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড

চুক্তিবদ্ধ খেলোয়াড় : ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং

কোচ : জেফ ভন

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন