প্রেন্ডারগাস্টের পর হান্টারের বিদায়, খেলায় ফিরল বাংলাদেশ

  30-11-2024 12:37PM

পিএনএস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো করছিল বাংলাদেশ। কিন্তু অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তবে ৩৫তম ওভারে এই দুই ব্যাটার আউট হলে খেলায় ফেরে টাইগ্রেসরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৩৩ রান। লরা ডেলানি ৫ রান এবং লিয়া পল ১ রানে ব্যাট করছেন।

শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুতে সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস (২)। ৩৪ বলে ১৩ রান তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সারাহ ফোর্বস।

তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যামি হান্টার। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে আইরিশরা।

৩৫তম ওভারে স্বর্ণার আক্তারকে বোলিংয়ে আনেন জ্যোতি। ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন প্রেন্ডারগাস্ট। ৩৭ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে হান্টার। ৬৮ রান করেন তিনি। এতে দলীয় ১২৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।


পিএনএস /আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন