পিএনএস ডেস্ক: সিরিজের প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও আগে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে।
আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানাকে। তাদের জায়গায় দলে ঢুকেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
এর আগে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশকে। আর প্রথম ওয়ানডেতে টসে জিতেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিরাজ।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
এসএস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
12-12-2024 07:36PM