পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে অস্ট্রেলিয়ায় ‘জাতীয় ভিলেন’ বনে গেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে সে ধাক্কার জন্য শাস্তি পেয়েছে কোহলিকে।
তাতে আলোচনা-সমালোচনা একেবারেই বন্ধ হয়নি। এই ঘটনার পর সরব হয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমও। কোহলিকে জোকার বানিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত অস্ট্রেলিয়ান পত্রিকা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’র পেছনের পাতায় একটি কার্টুন ছাপা হয়। যেখানে কোহলিকে ভাঁড় বা জোকার বানানো হয়েছে। শিরোনামে বলা হয়েছে ‘ভাঁড় কোহলি’।
সে কার্টুনের প্রতিবাদ জানিয়ে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সিরিজ শুরুর আগে অজি মিডিয়া কামিন্সের সঙ্গে কোহলির ছবি ব্যবহার করে তাদের প্রচার চালাচ্ছিল। কোহলি ভারতের ক্যাপ্টেন নয়। ক্যাপ্টেন হল রোহিত। এটা অনুচিত। তবে ওরা এভাবেই নিজেদের স্বার্থসিদ্ধি করে। সিরিজ শুরুর আগে কোহলিকে রাজা বলে মনে হয় তাদের। এখন সেই কোহলিকেই জোকার বলে অপমান করছে।’
সাবেক ক্রিকেটার ইরফান পাঠান স্টার স্পোর্টসকে বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটেছে।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) টেস্টের প্রথম দিনের খেলার শুরুর দিকে একপর্যায়ে গ্লাভস খুলে অন্যপ্রান্তে ব্যাটিং পার্টনার উসমান খাজার দিকে হাঁটতে শুরু করেন কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান। অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দুজনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন-ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৯০ হাজার দর্শকদের সামনে কোহলির এমন আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন রিকি পন্টিং। এমনকি ভারতীয় ধারাভাষ্যকার রবি শান্ত্রীও বলে ওঠেন, কোহলি কাজটি ঠিক করেননি। ক্রিকেটভক্তদের কেউ কেউ মন্ত্রব্য করেন, কোহলি ‘গায়ে পড়ে ঝগড়া’ করতে এসেছেন।
কোহলি এই উগ্র আচরণের জন্য তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে আইসিসি। সঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
এসএস
কোহলিকে জোকার বানাল অস্ট্রেলিয়ান গণমাধ্যম
27-12-2024 08:36PM