ঢাকার প্রথম ম্যাচে মিরপুরে আসবেন এক ঝাঁক তারকা

  28-12-2024 08:35PM

পিএনএস ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। কিন্তু উদ্বোধনী ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় ঢাকা ক্যাপিটালস। কারণ, দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।

এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। নিজেদের প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে দলটির ম্যানেজমেন্ট। আর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজনকে।

এ ছাড়াও দলটির সঙ্গে কাজ করছেন দেশের এক ঝাঁক চিত্রশিল্পী। যার মধ্যে অন্যতম হলো চিত্রনায়ক মামনুন হাসান ইমন। দলের প্রথম ম্যাচ মাঠে থেকেই উপভোগ করবেন তিনি। আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন ইমন নিজেই।

ইমন ছাড়াও ঢাকার ম্যাচ দেখতে মিরপুরে উপস্থিত থাকবেন চলচিত্র জগৎতের এক ঝাঁক তারকা। তবে শাকিব খান খেলা দেখতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

প্রথমবার বিপিএলে এসে প্রতিটি ক্ষেত্রেই চমক দেখিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। দল তৈরি থেকে শুরু করে থিম সং সব জায়গায় উপস্থিত রয়েছেন শাকিব খান। গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।

গানটিতে পারফরম করেছেন মামনুন হাসান ইমন, সিয়াম আহমেদ, স্পর্শিয়া, পূজা চেরি, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ একঝাঁক তারকাকে। থিম সংটি নির্মাণ করতে এরই মধ্যে কোটি টাকারও বেশি খরচ হয়েছে।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন