পিএনএস ডেস্ক: শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন আমাদ দিয়ালো। সেই জয়ে নিজেদের দুর্গ খ্যাত ওল্ড ট্রাফোর্ডে টানা চার হার থেকে বেঁচেছিল তারা। কিন্তু এক ম্যাচ জিতে আবারও সেই হারের বৃত্তে ঢুকে গেল ইউনাইটেড। আজ শনিবার আবার ঘরের মাঠে হেরেছে রুবেন আমোরিমের দল।
ব্রাইটনের কাছে ইউনাইটেডের হার ৩–১ গোলে। এর ফলে নিজেদের মাঠে শেষ ৫ ম্যাচের ৪টিতেই হারল দলটি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে লিগে ৬ ম্যাচে হারল ইউনাইটেড। ১৮৯৩–৯৪ মৌসুমের পর নিজেদের মাঠে এই প্রথম ১২ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশিবার হারল তারা। সেবার হেরেছিল ৭টিতে।
শনিবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে ইউনাইটেড। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তারা। অতিথিদের পক্ষে গোল করেন ইয়ানকুবা মিনতেহ। এই লিড অবশ্য ২৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। পেনাল্টি গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে গোলের চেষ্টা করেছে দুই দলই। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দল।
বিরতির পরও দুই দল চেষ্টা করে গোল আদায়ের। তবে ইউনাইটেডকে স্তব্ধ করে গোল আদায় করে নেয় ব্রাইটনই। এই গোল আসে কাওরু মিতোমার কাছ থেকে। পিছিয়ে পড়ার পর ইউনাইটেড জোর চেষ্টা করে ম্যাচে ফেরার। কিন্তু চেষ্টা করেও সমতাসূচক গোলটি পায়নি তারা।
উল্টো ৭৬ মিনিটে গিওরগিনিও রুটেরের গোলে ৩–১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় আমোরিমের দল। এরপর আর কোনো দল গোল না পেলে হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। এই হারে ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। অন্যদিকে ৯ নম্বরে উঠে আসা ব্রাইটনের পয়েন্ট ২২ ম্যাচে ৩৪।
একই রাতের অন্য ম্যাচে তিনে থাকা নটিংহাম ফরেস্ট পেয়েছে দারুণ এক জয়। প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে তারা। তবে শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি। পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে দলটি। নটিংহামের মতো একই চিত্র দেখা গেছে এভারটন–টটেনহাম ম্যাচে। এই ম্যাচেও প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে গিয়ে পরে ২ গোল হজম করে এভারটন। পরে অবশ্য তারাও আদায় করে নেয় ৩–২ গোলের জয়।
এএ
ইউনাইটেডের দুর্গ এখন দুঃস্বপ্নের নাম
19-01-2025 11:30PM