বড় ধাক্কা ভারতের, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরা

  12-02-2025 01:31AM

পিএনএস ডেস্ক : সিডনি টেস্টে পিঠের চোটের পরও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক দলে ছিলেন জসপ্রীত বুমরা। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে পাওয়ার আশা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু মঙ্গলবার চূড়ান্ত দল দেওয়ার শেষ দিনে হতাশা নিয়ে ২৪ জনের নাম ঘোষণা করেছে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। আট দলের এই টুর্নামেন্টে তার স্থলাভিষিক্ত করা হয়েছে হার্ষিত রানাকে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইনজুরির কারণে এনিয়ে দ্বিতীয়বার কোনও বৈশ্বিক টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হচ্ছে বুমরাকে।

ভারতীয় নির্বাচকরা চূড়ান্ত স্কোয়াডে বরুণ চক্রবর্ত্তীর নাম ঘোষণা করেছেন। প্রাথমিক দলে থাকা যশস্বী জয়সওয়ালের স্থলাভিষিক্ত তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই স্পিনার দারুণ ফর্মে ছিলেন। পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে ডাক পান ওয়ানডে সিরিজের দলেও। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ওয়ানডে অভিষেকে ৫৪ রান দিয়ে নেন ১ উইকেট।

হার্ষিতও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ। গত বছর নভেম্বরে বোর্ডার-গাভাস্কার সিরিজে তার অভিষেক হয়। দুটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি এখন পর্যন্ত। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেকে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন হার্ষিত।

জয়সওয়াল নন ট্র্যাভেলিং সাবস্টিটিউট হিসেবে থাকছেন। তার সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সিরাজ ও শিবম দুবে। ডাক পেলেই তিনজনকে যেতে হবে দুবাইয়ে।

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। তিন দিন পর পাকিস্তানের সঙ্গে খেলা। ২ মার্চ শেষ গ্রুপ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক) বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার),রিশাভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্ত্তী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন