পিএনএস ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনামুল হক আরিফ (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী ও আলেক মন্ডল (৪৫) নামে যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার গাজিরবাজার বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা।
পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার ছাত্র নিহত এনামুল হক আরিফ কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে ও বাইসাইকেল আরোহী আলেক মন্ডল একই গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শারমিন খাতুন জানান, দুপুরে এনামুল হক আরিফ একটি মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা নামক স্থানে পৌঁছলে সামনে থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র এনামুল ঘটনাস্থলেই নিহত হয়।
এএসআই শারমিন খাতুন জানান, এ সময় গুরুতর আহত বাইসাইকেল আরোহী আলেক মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সন্ধার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, একই গ্রামের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাকড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পিএনএস/এএ
মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
01-10-2022 12:06AM