পিএনএস ডেস্ক: ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের তিন সংস্করণেই অধিনায়ক তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসে দায়িত্ব কিছুটা কম। মাস দেড়েক ব্যাপ্তির এই টুর্নামেন্টে তিনি সহ-অধিনায়ক।
কিন্তু পিএসএলে অবাধে খেলার সুযোগ পেতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন জেমস ভিন্স। হ্যাম্পশায়ারকে ৯ মৌসুম নেতৃত্ব দেওয়া ভিন্সকে ভবিষ্যতে শুধু টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখা যাবে। ক্লাবের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩৩ বছর বয়সী ভিন্সের হঠাৎ প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কারণ খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়া নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম।
গত নভেম্বরে ইসিবি জানিয়ে দেয়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলো খেলতে অনাপত্তিপত্র দেওয়া হবে না। এ নিয়েই বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়ান ভিন্সসহ আরও কয়েকজন ক্রিকেটার।
ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থাকায় এ বছর পিএসএল হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচও আছে। সাংঘর্ষিক সূচির কারণে ভিন্সকে যেকোনো একটি বেছে নিতে হতো। কারণ, হ্যাম্পশায়ারের সঙ্গে এই টপ অর্ডার ব্যাটসম্যানের তিন সংস্করণেই চুক্তি ছিল।
ইসিবির কাছ থেকে অনাপত্তি নিয়ে পিএসএল খেলতে গেলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৬-৭ ম্যাচ মিস করতেন। কিন্তু ইসিবির নতুন নিয়ম অনুযায়ী, সব সংস্করণে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার শুরুর ম্যাচ মিস করলে পরে এসে খেলতে পারবেন না। শেষ পর্যন্ত তিনি পিএসএলকেই বেছে নিলেন।
২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ভিন্স বলেছেন, ‘আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে আমি এই ক্লাবের সঙ্গে আছি। এটা আমার ঘর। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই। আশা করি, প্রতিযোগিতায় (টি২০ ব্লাস্ট) আমরা আরও বেশি সাফল্য পাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার পরিবারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সেটাও ভাবতে হয়েছে।’
ভিন্সের সাউদাম্পটনের বাড়িতে গত বছর দুর্বৃত্তরা দুই দফা হামলা চালায়। এরপর তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যান। বর্তমানে তিনি সেখানেই আইএলটি২০-তে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন। আইএলটি২০-এর আগে খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। এবারের বিশ ব্যাশে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান তিনিই।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিএসএল খেলতে ইসিবির অনাপত্তিপত্র না পেলে টম কোহলার-ক্যাডমোরও ভিন্সকে অনুসরণ করে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দেবেন। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্যাডমোরের সঙ্গে কাউন্টি ক্লাব সমারসেটের তিন সংস্করণেই চুক্তি আছে। পিএসএলে তাঁকে কিনেছে পেশোয়ার জালমি, যে দলে বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাও খেলবেন।
এসএস
পিএসএল খেলতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় ভিন্সের
15-01-2025 08:45PM