গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

  28-03-2023 07:00PM

পিএনএস ডেস্ক : ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরার চালা এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা এলাকায় বিসমিল্লাহ গ্রুপের শাহরিজ কম্পোজিট মিলস লিমিটেড কারখানার একটি শেডে আগুন লাগে।

মাওনা ফায়ার স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কারখানার কক্ষে থাকা তুলা ও সুতায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল্লাহ আল আরেফিন বলেন, তিনটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন