ধানমাড়াই মেশিনের আঘাতে শিশুর মৃত্যু

  27-05-2023 12:02AM

পিএনএস ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানমাড়াই মেশিনের আঘাতে তাসমিয়া তাবাসসুম সোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহা কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামের সাইফুজ্জামান টগরের মেয়ে।

কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, জমি থেকে কেটে আনা ধান পাশের বাড়ির উঠানে শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মাড়াইকলে মাড়াই করা হচ্ছিলো। এ সময় নিজ বাড়ির উঠানে বাবার দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে চড়ে সাথীদের সাথে খেলা করছিল শিশু সোহা। হঠাৎ মাড়াই কলের একটি যন্ত্রাংশ ভেঙ্গে ছুটে এসে প্রায় একশ গজ দূরে থাকা শিশুটির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু সোহার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকষ্মিক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন