পিএনএস ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে মা দিবসের সম্মাননা পেয়েছেন বাঘীছড়া চা-বাগানের লড়াকু চা শ্রমিক ফুলকুমারি রবিদাস। স্বামী মারা যাবার পর ছেলেকে শ্রমিকের কাজ করে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছেন তিনি।
সোমবার (২৯ মে) দুপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজিত আলোচনাসভা শেষে চা শ্রমিক ফুলকুমারি রবিদাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, প্রতিবছরই বিশ্ব মা দিবসে সংগ্রামী মায়েদের সম্মাননা প্রদান করা হয়। এ বছর মা দিবসে ফুলকুমারি রবিদাসকে সম্মাননা দিয়েছি আমরা।
পিএনএস/এমবিবি
লড়াকু সেই মা পেলেন সম্মাননা
29-05-2023 09:01PM