পিএনএস ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের টিউ-তারাকান্দার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটনা।
নিহতরা হলেন উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণ সাহের ছেলে প্রদীপ মানকিন (৪০) ও জয়চাঁদের ছেলে কেলেমেন (৪৫)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মুড়ির মিল থেকে একটি পিকআপ বের হয়ে ধোবাউড়া-তারাকান্দা সড়কে উঠতেই তারাকান্দাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে দুজনই মারা যান।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএনএস/এএ
তারাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
০১/১২/২০২৩