পশুরহাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা নেয়ার অভিযোগ, জরিমানা আদায়

  11-06-2024 02:22AM

পিএনএস ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরের পশুহাটে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় ও রশিদে টাকার পরিমাণ না লেখায় হাট ইজাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনুমোদনহীন গরুর গর্ভ পরীক্ষা করে অবৈধভাবে টাকা নেয়ায় দুই জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলার নিয়ামতপুর উপজেলার ছাতড়া কোরবানির পশুর হাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, ছাতরা পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে। এছাড়া রশিদে টোলের পরিমাণ না লেখার কারণে হাট ইজারদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে ( প্রাণিসম্পদ বিভাগ ফ্রি পরীক্ষার ব্যবস্থা রেখেছে) অবৈধভাবে টাকা নেয়ায় ২ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন