বাকি না দেওয়ায় ওষুধ ব্যবসায়ীকে পেটালেন সেনা সদস্য

  24-06-2024 04:04AM



পিএনএস ডেস্ক: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে বাকিতে ওষুধ না দেয়ায় বাদশা মিয়া (২৮) নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম মিলন বর্মন (২২)। তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত বাদশা মিয়া ভোগডাঙ্গা ইউনিয়নের বোনারভিটা গ্রামের মনছুর আলীর ছেলে। তিনি সৈনিক পদে কর্মরত আছেন। এ ঘটনায় রবিবার (২৩ জুন) অভিযুক্তের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মিলনের বাবা ভবেশ চন্দ্র বর্মন। এর আগে গত বৃহস্পতিবার ভোগডাঙ্গার মধ্যকুমরপুর বাজারে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার বাদশা মিয়া দোকানে ওষুধ বাকি নিতে যায়। এ সময় ব্যবসায়ী মিলন ওষুধ বাকি না দিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মিলনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

আহত মিলন বর্মন বলেন, ‘আমার মধ্যকুমরপুরে একটি ওষুধের দোকান আছে। বাদশাহ মিয়া আমার কাছে প্রায় দুই হাজার টাকার ওষুধ বাকি চেয়েছিল। আমি বাকি না দিলে এলোপাতাড়ি মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত বাদশা মিয়াকে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন