ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ৩

  20-08-2024 04:59PM

পিএনএস ডেস্ক: সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজিবুর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার রাজালাক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর মানিকগঞ্জের উথুলি থানার ধূসর গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন।

থানায় সোপর্দ করা তিনজন হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫), শিপন (১৫) ও পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়মুল হুদা জানান, আজ ভোরে গণপিটুনিতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক জানান, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন