মৌলভীবাজারে গণপিটুনিতে প্রাণ গেল জায়েদ খানের

  29-08-2024 08:43PM

পিএনএস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গণপিটুনিতে জায়েদ খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের বালিশিরি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জায়েদ বালিশিরি গ্রামের একটি কেজি স্কুলে ফ্যান চুরি করতে যান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, বুধবার সকালে জায়েদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন