ধারের টাকা ফেরত চাওয়ায় ৫ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টা

  31-08-2024 10:40PM

পিএনএস ডেস্ক: রাজধানীর অদুরে সাভারে পাওনা টাকা ফেরত চাওয়ায় গায়ে পেট্রল ঢেলে ৫ জনকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের সঙ্গে থাকা ২ জনকে পিটিয়েও জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা বাজারে এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আগুনে পুড়ে যাওয়াসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আহতদের পরিবারের সদস্যরাও আতঙ্কে দিন পার করছেন দুর্বৃত্তদের ভয়ে।

এলাকাবাসী জানান, ভাকুর্তা বাজারের নিরব আহমেদ নামের এক যুবক আরিফুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ লাখ টাকা ধার দেন। পরে তিনি সেই ধারের টাকা ফেরত নেওয়ার জন্য আরিফুর রহমানকে চাপ দিলে শুক্রবার সন্ধ্যায় টাকা নেওয়ার জন্য ভাকুর্তা বাজারে নিরব আহমেদকে ডাকেন আরিফুর রহমান। টাকা নিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নিরব আহমদে পিটিয়ে জখম করে।

এসময় তার চিৎকারে তার চাচা আশরাফ উদ্দিন আত্মীয় মেহেদী, ইমন ও ওসমান বাঁচাতে গেলে তাদের সবার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আতিকুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন