পিএনএস ডেস্ক: জনসমাবেশ শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নাসিক ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন মনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিষয়কে কেন্দ্র করে স্বপন নামের এক যুবদলকর্মীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় আকবর হোসেনের। এরই ধারাবাহিকতায় আজ পোগ্রাম শেষে নিজ এলাকায় ফেরার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আকবর ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে কারণ জানার চেষ্টা করছি। বিএনপি নেতা আকবর হোসেনসহ তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/রাশেদুল আলম
নারায়ণগঞ্জে বিএনপির তিনজনকে কুপিয়ে জখম
01-11-2024 10:19PM