পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাজার সংলগ্ন দোকানে হিন্দু দেবতার ছবির পাশে আল্লাহ ও রাসুল(সাঃ) লেখা রাখার দায়ে দুইজন আটক করা হয়ছে। আটক দুইজন হলেন- আহসান হাবিব শতদল ও মো. সুজন। তাদের দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়ধলিয়া গ্রামে আবদুল্লাহ মাজার সংলগ্ন দোকানে হিন্দু দেবতার ছবির পাশে আল্লাহ ও রাসুল (সাঃ) লিখে রাখা হয়।
জানা গেছে, আহসান হাবিব শতদল ঐ মাজার সংলগ্ন এলাকায় ঔষধের ফার্মেসিতে হিন্দুদের দেবতার ছবির পাশে আরবিতে আল্লাহ ও রাসুল (সাঃ) লেখা ঝুলিয়ে রাখেন। ঐ ছবি ও লেখা ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন পার্শ্ববর্তী নুরপুর গ্রামের বোরহান উদ্দিন উসমান নামে এক ব্যক্তি। একই বিষয়টি মুহাম্মদ সাবেত আহম্মেদ ফেসবুকে শেয়ার করে ২৪ ঘণ্টার মধ্যে ঐ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় তৌহিদী জনতা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তার স্টাটাসে উল্লেখ করেন।
বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত হয়ে অভিযুক্ত দুইজনকে আটক করেন।
সকাল ১১টার সময় নাসিরনগর উপজেলা প্রশাসন, থানা, সেনাবাহিনীসহ অন্যান্যরা মাজার কমিটি ও স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে বসে বিষয়টি আলোচনা করেন। সবাই এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরা শান্ত থাকবেন এবং পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে একসঙ্গে কাজ করবেন বলেও জানা যায়।
পিএনএস/রাশেদুল আলম
নাসিরনগরে ধর্ম অবমাননা, আটক ২
10-11-2024 12:11AM