পিএনএস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক পুলিশ ফাঁড়ির একশত গজ দূরে হানিফ স্পিনিং মিলের কাছে তাজভীর হোসেন সিহান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে মৌচাক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত তাজভীর হোসেন সিহান (২৮) উপজেলার দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। তিনি উত্তরার এক প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তাজভীর হোসেন সিহান বৃহস্পতিবার ভোরে উত্তরা তার কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দেন। কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির একশত গজ সামনে হানিফ স্প্রিং মিলের কাছে পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোক এগিয়ে আসলে ততক্ষণে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাজভীর হোসেন সিহান (২৮) নামে এক যুবককে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এসএস
গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
12-12-2024 06:52PM