বিক্রি হওয়া শিশুকে ফিরে পেল মা

  30-12-2024 02:32AM

পিএনএস ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্রি হওয়া শিশুটি উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের বৃষ্টি আক্তার ও ইমরান মৃধা দম্পতির মেয়ে। দেড় মাস বয়সী ওই শিশুটির নাম নুসাইবা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধার ভালোবাসার সম্পর্কে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিবাদ চলছিল। পরে ২২ ডিসেম্বর বিবাহ বিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যান ইমরান মৃধা। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রয় করে দেন। এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে শিশুটির মা বৃষ্টি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে পুলিশ শিশুটিকে উদ্ধার করেন।

ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে ঢাকা থেকে উদ্ধার করে। শিশুটির মা-বাবা বিবাহ বিচ্ছেদ হওয়ায় তাকে তার মায়ের কোলে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রেখে ভরণপোষণের খরচ দেবেন বলে অঙ্গীকার করেন বাবা ইমরান মৃধা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন