থানা থেকে আসামি ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

  11-01-2025 11:26PM

পিএনএস ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামি বহিষ্কার হওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে (৪০) অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা-পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে জড়িত বিএনপির ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সিয়াম পাঠান, শুভ পাঠান ও হিমেল।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান দিয়ে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার প্রধান আসামি তরিকুলকে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় শনিবার দুপুরে শ্রীনগর থানার এসআই আবদুর রাজ্জাক বাদী হয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

এদিকে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন