পিএনএস ডেস্ক: গতবছর টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর থেকে ছুটি কাটাচ্ছেন তারা। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের ক্যাম্প শুরু হবে। তবে ফেব্রুয়ারি উইন্ডোতে মেয়েদের কোনো ম্যাচ খেলা হচ্ছে না। প্রতিপক্ষ ঠিক করতে পারেনি বাফুফে।
সাফ জয়ী বাংলাদেশ খেলার জন্য প্রতিপক্ষ ঠিক করতে না পারলেও, নেপাল চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে। ’
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি হয়েও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।
পিএনএস/রাশেদুল আলম
ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না নারী ফুটবলারদের
11-01-2025 09:52PM