তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি গঠন

  16-01-2025 04:27PM

পিএনএস ডেস্ক: আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেসের বগির লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী (পথ) আহসান হাবিব বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাই দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে লাইনচ্যুতের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে। আগামী ১৯ জানুয়ারি মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

গঠন করা চার সদস্যের এ তদন্ত কমিটির সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী জুই, বিভাগীয় দপ্তর প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (গ্যারেজ ও ওয়াগন) মোহাম্মদ ফজলে রাব্বি।

এর আগে গেল সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস। ট্রেনটি বেলপুকুর রেলক্রসিং এলাকায় পৌঁছার পর লাইনচ্যুত হয়। ১১টা বগি নিয়ে যাত্রা শুরু করা ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে মাঝখান থেকে দুপাশের অন্য বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও রেলওয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তিতুমীর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মধুমতি ও সিল্কসিটি এক্সপ্রেসসহ তিনটি ট্রেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন