মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল, সম্পাদক শাহেদ

  15-01-2025 09:26PM

পিএনএস ডেস্ক: মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুল আকবর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ এন এম শাহেদ হাসান। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ রাতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজম। চূড়ান্ত ফলাফলে ১৩৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় গণমাধ্যম দৈনিক মাগুরার প্রকাশক ও সম্পাদক মো. মাহাবুবুল আকবর। সভাপতি পদে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. রোকনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এন এম শাহেদ হাসান পেয়েছেন ৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ৬৯ ভোট পেয়েছেন।

১৩৫ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি) মো. ইমরান হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি) মো. আহসান হাবীব খান, হিসাব নিরীক্ষক মো. রিজাউল করিম, গ্রন্থাগারিক মো. জাকির হোসেন ও ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে আনোয়ার জাহিদ ও নির্বাহী সদস্য (ছয়জন) আ না ম ওবায়দা শহীদ, ইদ্রিস আলম, তারিকুল ইসলাম, এ কে এম মোকলেছুর রহমান, ফারহানা জুবায়রা ও মুনশি মো. মফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আইনজীবী সমিতিতে ২৮৭ জন ভোটার ছিলেন। এর মধ্যে বুধবার ভোট দিয়েছেন ২২৩ জন সদস্য।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন